ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

কুয়াকাটায় বাংলা নববর্ষে খালের বর্জ্য অপসারণের ব্যতিক্রম কার্যক্রম

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী।।

প্রকাশিত: ১২:৪৭, ১৪ এপ্রিল ২০২৫

কুয়াকাটায় বাংলা নববর্ষে খালের বর্জ্য অপসারণের ব্যতিক্রম কার্যক্রম

কুয়াকাটায় বাংলা নববর্ষে পৌরশহরের প্রাণখ্যাত পানি নিষ্কাশনের একমাত্র অবলম্বন নবীনপুর কচ্ছপখালীর খালের বর্জ্য অপসারণের ব্যতিক্রম কার্যক্রম করা হয়েছে। আজ সোমবার সকালে কুয়াকাটা পৌরসভা কর্তৃপক্ষসহ পর্যটনবান্ধব চারটি স্বেচ্ছাসেবী সংগঠন এ পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করে। 

এরা হচ্ছে-কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশন, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা, কুয়াকাটা বয়েজ ক্লাব ও কুয়াকাটা জন্মভূমি ক্লাব। আজ সোমবার থেকে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় বর্জ্য, দখল-দূষণে মৃতপ্রায় এ খালটির পরিচ্ছন্ন কার্যক্রম সচল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর সঙ্গে আরও ৬টি স্বেচ্ছাসেবী সংগঠন যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার সভাপতি, সাংস্কৃতিক সংগঠক রুমান ইমতিয়াজ তুষার জানান, মূলত কুয়াকাটা পৌর এলাকার পানি অপসারণের এ খালটি রক্ষায় তাদের এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এ খালটির বর্জ্য অপসারণ করে দখল-দূষণ বন্ধে স্থায়ীভাবে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা তাদের। শুধু তাই নয়, খালটির দুই পাড়ে ওয়াকওয়ে করা দরকার। এ খালটিকে সংরক্ষণ করতে খনন করে পর্যটকদের ভ্রমণ উপযোগী ও দৃষ্টিনন্দন করতে তারা পৌরসভাকে সকল ধরনের সহায়তা করবেন। তার ভাষ্য, ‘এ খালটি রক্ষা করতে না পারলে কুয়াকাটায় মানুষের বাস উপযোগিতা থাকবে না।’

কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক জানান, এ খালটি রক্ষায় আমাদের পটুয়াখালীর জেলা প্রশাসক মহোদয় গত ৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেন। যার ধারাবাহিকতায় খালটি সংরক্ষণে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে পৌরবাসীর সহায়তায় এ কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। এ খালটিকে পর্যটকদের কাছে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করতে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে।

নববর্ষের সূচনালগ্নে শোভাযাত্রাসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের পাশাপাশি কুয়াকাটায় প্রাণপ্রকৃতি রক্ষায় একমাত্র খালটির বর্জ্য অপসারণের এমন ব্যতিক্রমধর্মী, প্রশংসনীয় উদ্যোগকে পরিবেশ কর্মীরা স্বাগত জানিয়েছেন। পরিবেশ কর্মী কে এম বাচ্চু জানান, আসলে কুয়াকাটায় এই খালটি বাঁচাতে না পারলে কুয়াকাটার কোনো ধরনের উন্নয়ন টেকসই হবে না।

আফরোজা

×