ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

আন্তর্জাতিক গণমাধ্যমে টিউলিপ, অস্বীকার করলো নিজের অপকর্ম

প্রকাশিত: ১০:৩৮, ১৪ এপ্রিল ২০২৫

আন্তর্জাতিক গণমাধ্যমে টিউলিপ, অস্বীকার করলো নিজের অপকর্ম

ছবি : সংগৃহীত

বাংলাদেশের কর্তৃপক্ষের জারি করা দুর্নীতির অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় , কোনো ভুল করেননি বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানিয়েছেন লেবার এমপি টিউলিপ সিদ্দিক।  

 

রোববার বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজধানী ঢাকায় ৭,২০০ বর্গফুট জমি অবৈধভাবে পাওয়ার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়েছে বলে সংবাদমাধ্যমে জানানো হয়েছে।  এই অভিযোগটি তার খালা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চুক্তি নিয়ে তদন্তের থেকে আলাদা বলে জানা গেছে, যেখানে টিউলিপ সিদ্দিকের নামও এসেছে। গত বছর ক্ষমতা থেকে অপসারিত শেখ হাসিনার সরকারের সঙ্গে তার যোগসূত্র নিয়ে প্রধানমন্ত্রীর নৈতিকতা উপদেষ্টার তদন্তের পর এই বছরের শুরুতে তিনি ট্রেজারি থেকে পদত্যাগ করেছিলেন।  

 

 

এক বিবৃতিতে তুলিপ সিদ্দিকের আইনজীবীরা জানান, হ্যাম্পস্টিড ও হাইগেটের এই লেবার এমপির বিরুদ্ধে কোনো পরোয়ানা জারি হওয়া সম্পর্কে তার কোনো ধারণা নেই এবং তার বিরুদ্ধে অভিযোগগুলোকে "রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত" বলে উল্লেখ করেছেন।

আঁখি

×