
ছবি :মীর শাহ আলম
কুমিল্লা শহরের রাজগঞ্জ বাজারে সোমবার সকালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে, সোমবার সকালে ওই বাজারের একটি কসমেটিক দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটলে পাশের আরো কয়েকটি দোকানে আগুন ধরে যায়।
এতে ব্যবসায়ী ও হাট করতে আসা জনগণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে।ফায়ার সার্ভিস ও ঘটনাস্থলে আসে। কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলার ফলে অগ্নিকাণ্ডের ঘটনায় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে আগুনে চারটি দোকানে মালামাল প্রায়ই পুড়ে গেছে।
তিনি আরো জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য প্রায় শত বছরের পুরনো এই রাজগঞ্জ বাজারে আধাপাকা টিনসেডের বিভিন্ন ধরনের সহস্রাধিক দোকান রয়েছে। স্হানীয়দের আশঙ্কা দোকান গুলো গিঞ্জি পরিবেশে গড়ে তোলার কারণে যেকোনো সময় আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
আঁখি