
ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ২০২১ সালে ফেসবুকে একটি হৃদয়স্পর্শী পোস্ট শেয়ার করেছিলেন। তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আকতার হোসেনের আদালতে আটকের ছবি পোস্ট করে লিখেছিলেন, "আমার ভাই আকতার হোসেনের মুক্তি চাই। যেকোনো বিতর্কের ঊর্ধ্বে থেকে বলতে চাই, ডাকসু ইতিহাসে সর্বজনসমাদৃত এই নেতার প্রতি এমন আচরণ হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়।"
তিনি তার পোস্টে আরও সতর্কবাণী উচ্চারণ করে লিখেছিলেন, "আপনি যে মতের বা দলেরই হোন না কেন, আজ যদি এই অবিচার আপনাকে না নাড়া দেয়, তবে জেনে রাখুন মজলুমের এই শৃঙ্খলে আপনিও একদিন আটকা পড়বেন।"
সেই সময়ের এই আবেগঘন পোস্টটি আজ ১৪ এপ্রিল ফেসবুক মেমোরি হিসেবে পুনরায় শেয়ার করে হাসনাত লিখেছেন, "মজলুমের এই শৃঙ্খলে অবশেষে জালিম নিজেই আটকা পড়েছে।"
আঁখি