
ফ্যাসিস্ট সরকারের আমলে বিচ্ছিন্ন কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে সালাহউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন ঐ সময়ে জঙ্গির নাটক সাজিয়ে নিরীহ মানুষদের হত্যা করা হয়েছে।
ব্যাখ্যায় তিনি বলেন, ‘যারা মাদ্রাসায় লেখাপড়া করত, তারা সেখান থেকে পাশ করে সিলেটে চাকুরির জন্য গিয়েছিল। সেখানে কম্পিউটারে কম্পিউটারে চাকরি করার জন্য একটি এলাকায় থাকতো। পরবর্তীতে তাদেরকে জঙ্গীর তকমা লাগিয়ে তাদের ঐ বাড়ি ঘেরাও করে তারা একাধিক লোককে মেরে ফেলেছে। পরে বলে তারা জঙ্গি ছিল। কিন্তু আসলে তারা জঙ্গি ছিল না। তারা নিরীহ মাদ্রাসার শিক্ষার্থী ছিল। কোনো জঙ্গী হওয়ার প্রশ্নই আসে না। অকারণে জঙ্গীর তকমা দিয়ে তাদেরকে খুন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের দেশে কোনো জঙ্গী নেই। এটা কারা করে? যারা এটা সৃষ্টি করেছেন তারা জঙ্গী। অপরাধের, লুটপাটের স্বীকৃতি নেওয়ার জন্য তারা এই ধরণের কর্মকান্ডগুলো করেছে।’
মুমু