
সাভারের আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৩ এপ্রিল) রাতে আশুলিয়া থানাধীন বাড়ইপাড়া এলাকায় জনৈক রবিনের শ্রমিক কলোনিতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এদিন রাত সাড়ে আটটার দিকে ওই কলোনির টিনশেড ঘরের একটি রুমে রান্নার গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে ৩০টি কক্ষ ও ২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া জানান, প্রায় ১ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আফরোজা