
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ঢাকা কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরা এলাকা থেকে ১০,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি এসি স্লিপার বাস, একটি প্রাইভেট কার ও ৪টি মোবাইল ফোনসহ ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানের প্রথম ধাপটি পরিচালিত হয় যাত্রাবাড়ী থানাধীন মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ৬ নম্বর টোল প্লাজার উত্তর পাশে। সেখান থেকে কক্সবাজার থেকে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহন লি.-এর একটি এসি স্লিপার বাস (নম্বর: ঢাকা মেট্রো ব-১৩-২৫১১) এর চেসিসের মধ্যে বিশেষভাবে লুকানো অবস্থায় ৮,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ১ নম্বর আসামির স্বীকারোক্তির ভিত্তিতে দ্বিতীয় ধাপে অভিযান চালানো হয় উত্তরা পশ্চিম থানাধীন জসিমউদ্দীন রোডের আড়ংয়ের সামনে। সেখান থেকে একটি টয়োটা এক্সিও প্রাইভেট কার (নম্বর: ঢাকা মেট্রো গ-২২-০৯৭৫) তল্লাশি করে ৩ ও ৪ নম্বর আসামির দেহ থেকে আরও ২,৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ৪টি মোবাইল ফোনসহ মোট ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের পরিচয়:
১. মোঃ আইয়াস (২০)
পিতা: মোঃ রুহুল আমীন, মাতা: রাবেয়া খাতুন
ঠিকানা: ট্যাংখালী রোহিঙ্গা ক্যাম্প, ব্লক ই-৩, উখিয়া, কক্সবাজার। (রোহিঙ্গা নাগরিক)
২. শুভ মণ্ডল (৩০)
পিতা: শ্রীপদ মণ্ডল, মাতা: শ্রী রেখা রানী
ঠিকানা: রঘুনাথপুর, পোঃ ভুইঘর, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
(উক্ত বাসের সুপারভাইজার)
৩. মোঃ কায়েস রানা (৫৪)
পিতা: মৃত সাদেক হোসেন, মাতা: মৃত সাহেলা খাতুন
ঠিকানা: দক্ষিণ সালনা, জয়দেবপুর, গাজীপুর।
(প্রাইভেট কার মালিক)
৪. সজিবুল হোসেন শুভ (৩৪)
পিতা: মোঃ রওশন আলী, মাতা: মোছাঃ শামসুন্নাহার
স্থায়ী ঠিকানা: রামাকান্তপুর, মধুখালী, ফরিদপুর।
বর্তমান ঠিকানা: শালনা, জয়দেবপুর, গাজীপুর।
আসামিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার বাদী আব্দুল আল মামুন।
রাজু