
ছবিঃ সংগৃহীত
চট্টগ্রামের ডিসি হিলে নববর্ষের অনুষ্ঠানের মঞ্চে হামলা ও ভাঙচুরের পর সেখানে অনুষ্ঠান না করার ঘোষণা দিয়েছেন আয়োজকেরা। সম্মিলিত পহেলা বৈশাখ উদ্যাপন পরিষদের সমন্বয়কারী সুচরিতা দাশ খোকন রাতে সাংবাদিকদের জানিয়েছেন, "মঞ্চ ভাঙচুর করার পর আমরা আয়োজকরা মিলে সিদ্ধান্ত নিয়েছি অনুষ্ঠান না করার। সেখানে পহেলা বৈশাখের অনুষ্ঠান করার পরিবেশ নেই।" তিনি আরও বলেন, "হামলা এবং প্রশাসনের অসহযোগিতার কারণে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। অনুষ্ঠান না করার সিদ্ধান্তটি আমরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কে জানিয়ে দিয়েছি।"
ঘটনার সময় উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আনুমানিক ৩০ থেকে ৪০ জনের মতো ছেলে-মেয়ে এসে ‘স্বৈরাচারের দোসরেরা, হুঁশিয়ার সাবধান’ স্লোগান দেয়। একপর্যায়ে তারা ডিসি হিলের পহেলা বৈশাখের অনুষ্ঠানের স্টেজের কাপড়সহ ব্যানার ছিঁড়ে ফেলে।
এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।
মারিয়া