ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

কাউন্সিলরসহ ২০ আওয়ামী লীগ নেতা জেলে, রাজবাড়ীতে চাঞ্চল্য

শফিকুল ইসলাম শামীম, রাজবাড়ী

প্রকাশিত: ২২:৫১, ১৩ এপ্রিল ২০২৫

কাউন্সিলরসহ ২০ আওয়ামী লীগ নেতা জেলে, রাজবাড়ীতে চাঞ্চল্য

ছবি: জনকণ্ঠ

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

 রবিবার (১৩ এপ্রিল) দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে অভিযুক্তরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক মো. তামজিদ আহমেদ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিদের মধ্যে রয়েছেন রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দীন আহম্মেদ সুজন, সাজ্জাদুল কবির জিম, ইব্রাহিম মণ্ডল, দেলোয়ার হোসেন রনি, সোহরাব রিপন মোল্লা, রনি, আমিরুল ইসলাম, আইয়ুব শেখ, পান্নু সরদারসহ আওয়ামী লীগ ও যুবলীগের ২০ নেতাকর্মী।

এ মামলাটি দায়ের করেন শিক্ষার্থী রাজিব মোল্লা। মামলায় সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীসহ ১৭০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয় এবং আরও ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলাটি রাজবাড়ী সদর থানায় গত ৩০ আগস্ট দায়ের করা হয়।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পি.পি) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বলেন, “আসামিরা হাইকোর্টের নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ে জজ কোর্টে হাজির হননি। আজ তারা ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হলে আদালত হাইকোর্টের আদেশ অমান্য করার কারণে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শহীদ

×