
ছবি: জনকণ্ঠ
ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের দিগনগর বাজার সংলগ্ন খেয়াঘাট এলাকায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় বাজার কমিটি।
রবিবার (১৩ এপ্রিল) বিকেলে এই আয়োজন করা হয়।
নৌকা বাইচ দেখতে নদীপাড়ে হাজারও মানুষ ভিড় জমায়। নৌকাবাইচ ছাড়াও পিচ্ছিল কলাগাছে ওঠা, সাঁতার কাটা, ফুটবল নিক্ষেপ প্রতিযোগিতা ও শতবছরের পুরোনো গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়।দিকনগর বাজার কমিটির পরিচালক আবুল বাশার মোল্লা জনকণ্ঠ কে বলেন, বাইচে আটটি নৌকা অংশ নেয়।
প্রতিযোগিতায় অংশ নেওয়াদের মাঝে ডিনার সেট, ক্রোকারিজ, প্রেসার কুকার, রাইচ কুকারসহ আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।প্রতিযোগিতায় অতিথি হিসেবে ছিলেন গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির (একাংশ) সদস্যসচিব নুরুজ্জামান খসরু, স্থানীয় ইউপি সদস্য বিল্লাল মোল্লা, ওয়াহিদুজ্জামান শিকদার প্রমুখ।
শহীদ