
চুয়াডাঙ্গায় ৪৫ জন জুলাই যোদ্ধার হাতে স্বাস্থ্য কার্ড তুলে দিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া আহত যোদ্ধাদের হাতে তিনি এ কার্ড তুলে দেন।
সিভিল সার্জন ডাঃ হাদী জিয়াউদ্দীন আহমেদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান, সিনিয়র সাংবাদিক মানিক আকবর, রফিকুল ইসলাম, শাহ আলম সনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আসলাম হোসেন অর্ক এবং যুগ্ম সদস্য সচিব রনি বিশ্বাস সহ স্বাস্থ্য কার্ড নিতে আসা ৪৫ জন জুলাই যোদ্ধা।
উল্লেখ্য, স্বাস্থ্য কার্ড প্রাপ্ত জুলাই যোদ্ধারা সরকারি যে কোন হাসপাতালে যত সুযোগ- সুবিধা আছে তা সবই পাবেন বিনামূল্যে ।
রাজু