ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

চব্বিশের গণঅভ্যুত্থান আমাদের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সুযোগ দিয়েছে: প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ২১:১১, ১৩ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:১৩, ১৩ এপ্রিল ২০২৫

চব্বিশের গণঅভ্যুত্থান আমাদের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সুযোগ দিয়েছে: প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “চব্বিশের গণঅভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই অভ্যুত্থান আমাদের প্রেরণা দেয় একটি সুখী, আনন্দময় ও সমানাধিকারভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার।”

রবিবার (বাংলা নববর্ষ ১৪৩২) এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।

ড. ইউনূস বলেন, “আসুন, আমরা পুরনো বছরের গ্লানি, দুঃখ-কষ্ট, অশুভ ও অসুন্দরকে পেছনে ফেলে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনে এগিয়ে যাই। পহেলা বৈশাখ আমাদের চিরায়ত সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এটি বাঙালির মহামিলন ও সম্প্রীতির প্রতীক।”

তিনি বলেন, “নববর্ষের এই উৎসবে যুগ যুগ ধরে ধর্ম-বর্ণ নির্বিশেষে পুরো বাঙালি জাতি একসঙ্গে জেগে ওঠে নবচেতনায় ও নব-অঙ্গীকারে। এই দিনে আমরা ভুলে যাই জীবনের ক্লান্তি, ব্যর্থতা আর গ্লানিকে, আর নতুন করে গড়ে তুলি ভালোবাসা, আনন্দ ও সৌহার্দ্যের বন্ধন।”

বাংলা নববর্ষ পালনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে ড. ইউনূস বলেন, “মুঘল সম্রাট আকবর কৃষিভিত্তিক রাজস্ব ব্যবস্থার সুবিধার্থে ‘ফসলি সন’ হিসেবে বাংলা সনের সূচনা করেন। কালের প্রবাহে তা পরিণত হয়েছে অসাম্প্রদায়িক চেতনার এক গৌরবময় উৎসবে।”

বাণীর শেষাংশে তিনি বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সফলতা কামনা করেন।

আসিফ

×