
ছবি : সংগৃহীত
রাণীশংকৈলে রবিবার দুপুর ১২টার দিকে উপজেলা পাট অধিদপ্তর অফিস চত্বরে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় চলতি অর্থবছরে ২৪০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুপম চন্দ্র মহন্ত। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শফিউল হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা নিহার রঞ্জন রায়, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা তানিয়া আক্তার, অফিস সহকারী জুয়েল রানা ও উপকারভোগী কৃষক/কৃষাণিরা।