
ছবি: জনকণ্ঠ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ডোমার উপজেলা ও ডোমার পৌর বিএনপি।
রবিবার (১৩ এপ্রিল) দুপুরে ডোমার নাট্য সমিতির সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ডোমার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন সুমনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি রিয়াজুল ইসলাম কালু। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি আনিসুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী, পৌর বিএনপির সহ-সভাপতি তমিজ উদ্দিন এবং সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, ডোমার ও ডিমলার উন্নয়নে বিএনপির নেতাকর্মীরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে, সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নেতৃত্বে বদ্ধপরিকর। তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের দায়ের করা মিথ্যা মামলার কবলে পড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন।
বক্তারা আরও জানান, চলতি মাসেই শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের দেশে ফেরার কথা রয়েছে এবং তিনি বিএনপির মনোনয়নে এই আসনে নির্বাচনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। বিগত সময়ে এই আসনে সংসদ সদস্য হিসেবে ব্যাপক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেছিলেন তিনি।
তবে গত ১৫ বছরে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি বলে দাবি করেন বক্তারা। তারা বলেন, আমরা হামলা, লুটপাট ও নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছি এবং সাধারণ মানুষের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি।
এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে নেতাকর্মীদের অংশগ্রহণে আগামীতে আরও এ ধরনের মতবিনিময় সভার আয়োজন করা হবে বলে জানানো হয়। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সভার সভাপতি।
শহীদ