
ছবি : সংগৃহীত
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চাকু ঠেকিয়ে এক বিকাশ ব্যবসায়ীর আড়াই লক্ষাধিক টাকা ছিনতাই করেছে দুষ্কৃতকারীরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী- বালারহাট সড়কে নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে। এ নিয়ে থানায় অভিযোগ করেছে ওই ভুক্তভোগী বিকাশ ব্যবসায়ী।
বিকাশ ব্যবসায়ীর নাম তাজুল ইসলাম (৩২)। তিনি নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের তার বাড়ি। ব্যবসায়ী তাজুলের বালারহাট বাজারে তিন্নি স্টোর নামের একটি বিকাশের দোকানের মালিক।
ভুক্তভোগী তাজুল ইসলাম জানান, আকস্মিকভাবে অপরিচিত তিনজন লোক দেশী চাকু নিয়ে আমার ওপর আক্রমণ করে টাকার ব্যাগ টানা হেঁচড়া করে। আমি টাকার ব্যাগ ছেড়ে না দিয়ে চিৎকার দেই। চিৎকার করার পর আমার মুখে মাটি- বালু ঢুকিয়ে দিয়ে মুখ চেপে ধরে। তখন বাধ্য হয়ে টাকার ব্যাগ ছেড়ে দেই। ব্যাগে আড়াই লাখ টাকা ছিল। পরে রাতেই ফুলবাড়ী থানায় গিয়ে ছিনতাইয়ের ঘটনা অবগত করি।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, ছিনতাইয়ের ঘটনাটি রাতেই শুনেছি। সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।