
নেত্রকোনা : কেন্দুয়ায় চৈত্রসংক্রান্তিতে খনার মেলা
‘জল ভালা ভাসা, মানুষ ভালা চাষা’ এ প্রতিপাদ্যে চৈত্রসংক্রান্তির দিনে রবিবার ভোর থেকে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আঙ্গারোয়া গ্রামে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ব্যতিক্রমী ‘খনার মেলা’। মঙ্গল পরিসর নামে স্থানীয় একটি সংগঠনের ব্যানারে এ মেলার আয়োজন করা হয়।
খনার মেলাটি যেন নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ অঞ্চলের সংস্কৃতিকর্মীদের এক মিলন মেলায় পরিণত হয়। রবিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ভোরের হাওয়ায় খনার মেলার উদ্বোধন করা হয়। তারপর একের পর এক চলে গান, কবিতা, গাইনের গীত, কিসসা পালা, বাউল গান ও আলোচনা।
এই মেলায় গান পরিবেশন করেন প্রখ্যাত বাউল সুনীল কর্মকার, প্রবীণ কৃষক বাউল মিয়া হোসেন ও শেফালি গায়েন। গান করেন দেশ বরেণ্য শিল্পী কফিল আহমেদ, কৃষ্ণকলি ও গানের দল, সংগঠন সমগীত, ব্যান্ড সহজিয়া, চিৎকার, মুসা কলিম মুকুল, ফকির সাহেব, কুয়াশা মূর্খ, নূপুর সুলতানা, মঙ্গলঘরের শিল্পী কৃষক দুদু কাঞ্চন, দুলাল চিশতি, তরুণ শিল্পী ফয়সল, উদয়, সুমন, হৃদয়সহ আরও অনেকে।
খনার ওপর বিশেষ আলোচনা পর্বে কথা বলেন, গবেষক-লেখক পাভেল পার্থ, প্রাকৃতিক কৃষি আন্দোলনের সংগঠক দেলোয়ার জাহান, কবি আহমেদ নকীব, লেখক ও সংস্কৃতি সংগঠক বাকি বিল্লাহ, শিল্পী ও সংস্কৃতি সংগঠক বীথি ঘোষ, কবি আসমা বীথি, সংস্কৃতি সংগঠক আবুল কালাম আল আজাদ, লোক-সাহিত্য গবেষক রাখাল বিশ্বাস, চলচ্চিত্র নির্মাতা খোন্দকার সুমন, মঙ্গলঘর পরিসরের প্রধান সংগঠক বদরুন নূর চৌধুরী লিপন ও শিল্পী কফিল আহমেদ।
মাগুরায় বৈশাখী সাধুমেলা
উৎসব
নিজস্ব সংবাদদাতা, মাগুরা থেকে জানান, মাগুরার সাতদোহা ল্যাংটা বাবাজীর আশ্রম মঞ্চে শনিবার রাতে বৈশাখী বাউল গানের আসর বৈশাখী সাধুমেলা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় । জানা গেছে, মাগুরা শহরের সাতদোহা ল্যাংটা বাবাজীর আশ্রমের মুক্তমঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীরা বাউন লালন সংগীত পরিবেশন করেন। লালন সাধক ও ভক্ত অনুসারীদের পদচারণায় আখড়াবাড়িটি মিলনমেলায় পরিণত হয়। চলে নানা ধরনের লালনের গান। উৎসবে মাগুরা জেলার বিভিন্ন এলাকা থেকে বাউল সাধক ও শিল্পীরা অংশ নেন । সন্ধ্যা থেকে শুরু গভীর রাত পর্যন্ত চলে লালন ও বাউল গান।
ঝালকাঠিতে বারোয়ারী
কালীপূজা অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি থেকে জানান, ঝালকাঠিতে চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঝালকাঠি শহরের কাপুড়িয়া পট্টি এলাকায় ঐতিহ্যবাহী বারোয়ারী শ্রী শ্রী কালীপূজা শনিবার মধ্য রাতে অনুষ্ঠিত হয়েছে। এ বছর নিয়ে এই বারোয়ারী কালীপূজা ১১০তম বর্ষ পার করেছে। ঝালকাঠি জেলা শহরের পূর্ব চাঁদকাঠী কুণ্ডবাড়ি এলাকায়ও অনরূপ একটি মন্দিরে এই বারোয়ারী শ্রী শ্রী কালীপূজা অনুষ্ঠিত হয়েছে।
একসময় কাপুড়িয়া পট্টি এলাকায় এই বারোয়ারী কালীপূজা অত্যন্ত জাঁকজমক আকারে পালিত হতো এবং এ উপলক্ষে ধারাবাহিক ৫ দিন যাত্রাগান ও পালাগান অনুষ্ঠিত হতো।
দুর্গাপুরে চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা থেকে জানান, দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে শিশুদের মেধাবিকাশে চিত্রাঙ্কন, আবৃত্তি ও লোকসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাদিয়া আক্তার, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক বীরেশ্বর চক্রবর্ত্তী, শিক্ষার্থী অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।