ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ঘাস কাটতে বৈদ্যুতিক লাইনে গলা আটকে মারা গেল কৃষক

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট 

প্রকাশিত: ২০:১৩, ১৩ এপ্রিল ২০২৫

ঘাস কাটতে বৈদ্যুতিক লাইনে গলা আটকে মারা গেল কৃষক

ছবি: জনকণ্ঠ

লালমনিরহাটের হাতীবান্ধায় ঘাস কাটতে গিয়ে ঝুলে থাকা বৈদ্যুতিক লাইনে গলা আটকে গিয়ে আসাদুল ইসলাম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার গোতামারী ইউনিয়নের খর্পদোলা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত আসাদুল উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর গোতামারী এলাকার মৃত সামাদ আলীর ছেলে। 

স্থানীয়রা জানায়, রবিবার সকালে আসাদুল ইসলাম বাড়ির অদূরে ভারতীয় সীমান্ত ঘেষা খর্পদোলায় ঘাস কাটতে জান। সেখানে পানি সেচের জন্য বৈদ্যুতিক মটরের সংযোগের বৈদ্যুতিক লাইনের বাশের খুটি ভেঙে ঝুলে থাকে। এর এক পর্যায়ে ওই ঝুলে থাকা তারে তার গলা জড়িয়ে যায়। আর তিনি সেখানেই পড়ে থাকেন। পরে দুপুরের দিকে স্থানীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার করে মৃত অবস্থায় বাড়িতে নিয়ে আসে।

এ বিষয়ে গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা বলেন, ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে আসাদুলের মৃত্যু হয়। হাতীবান্ধা থানার( ওসি) মাহমুদ উন ন্নবী  বলেন,  খবর পেয়ে ঘটনাস্থলে পএলুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
 

শহীদ

×