ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

পল্লীবিদ্যুতের ঝুলন্ত তারে প্রাণ গেল শিশুর, এজিএম বললেন- ‘আমাদের কিছু করার নেই’

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ

প্রকাশিত: ২০:১০, ১৩ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:১৫, ১৩ এপ্রিল ২০২৫

পল্লীবিদ্যুতের ঝুলন্ত তারে প্রাণ গেল শিশুর, এজিএম বললেন- ‘আমাদের কিছু করার নেই’

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হওয়ার ২৩ দিন পর অবশেষে মৃত্যু হলো শিশু সাদাফের (১২)। পল্লীবিদ্যুতের ঝুলে থাকা কভারবিহীন তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হওয়ার পর দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল সে। আজ রবিবার (১৩ এপ্রিল) সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যুবরণ করে সে।

সাদাফ ফুলবাড়ীয়া মর্ডান প্রি ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। তার বাড়ি উপজেলার জোরবাড়ীয়া কোনাপাড়ায় হলেও লেখাপড়ার সুবিধার্থে পরিবারটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ভাড়া থাকত। সাদাফ মোজাম্মেল হোসেনের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ মার্চ সাদাফ তার কয়েকজন সহপাঠীর সঙ্গে পাশের উজ্জ্বল মিয়ার বাসার ছাদে খেলছিল। খেলাধুলার একপর্যায়ে সে অসাবধানতাবশত ঝুলে থাকা কভারবিহীন বিদ্যুতের তারের সংস্পর্শে থাকা একটি লোহার রডে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ছাদ থেকে নিচে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়, সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

চিকিৎসকরা সাদাফের জীবন রক্ষায় তার দুই হাত কেটে ফেলেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

সাদাফের বাবা মোজাম্মেল হোসেন বলেন, “ধার-দেনা করে ছেলের চিকিৎসা চালিয়েছি। দুই হাত কেটে ফেলা হয়েছে, তবুও ছেলেকে বাঁচাতে পারলাম না। সব শেষ হয়ে গেল আমার।”

এ বিষয়ে ফুলবাড়িয়া পল্লীবিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) নয়ন চন্দ্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “১ জন তারে জড়িয়ে মারা গেলে আমাদের কিছু করার নেই।” অনিরাপদভাবে ঝুলে থাকা বিদ্যুতের তার নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিককে বলেন, “আপনি উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেন।”

এদিকে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান জানান, “ঘটনাটি শুনেছি। এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের অভিযোগ, পল্লীবিদ্যুতের অবহেলা এবং ঝুঁকিপূর্ণ তারের বিষয়ে বারবার অভিযোগ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেয়নি। সাদাফের মৃত্যু সেই অবহেলার নির্মম পরিণতি বলে দাবি এলাকাবাসীর।

এম.কে.

×