
ছবি: সংগৃহীত
গাজীপুরে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার তার লাশ মহানগরীর বাসন থানাধীন নলজানীর গ্রেট ওয়ালসিটি আবাসিক এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয়।
নিহতের নাম- মহসিনা আক্তার তন্নী (১৮)। তিনি ফরিদপুরের নগরকান্দা থানার যাদুরদিয়া পুখুরিয়া এলাকার ইকবাল সিকদারের মেয়ে এবং গাজীপুরের জয়দেবপুর সরকারি মহিলা কলেজের এইচএসসি’র ১ম বর্ষের ছাত্রী।
জিএমপি’র বাসন থানার ওসি কায়সার আহমেদ জানান, গাজীপুর মহানগরীর নলজানীর গ্রেট ওয়ালসিটি এলাকার প্রফেসর আহমদ উল্লাহর বাসার ৫ম তলায় একটি কক্ষে ভাড়া থাকতেন মহসিনা আক্তার তন্নী ও নিশাদ শার্মা। গত কয়েকদিন ধরে ওই দুই রুমমেটের মাঝে মনোমালিন্য চলছিল। এর জের ধরে শনিবার দিবাগত রাতে মহসিনাকে রুমে রেখে ডাইনিং রুমে শুয়ে ঘুমিয়ে পড়ে নিশাদ। সকালে ঘমি থেকে উঠে নিশাদ কক্ষে গিয়ে জানালার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো মহসিনার লাশ ঝুলতে দেখে ডাক চিৎকার শুরু করে নিশাদ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রুমমেট এর সাথে ঝগড়াঝাটির জেরে মহসিনা আত্মহত্যা করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আসিফ