ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

নেত্রকোনার প্রত্যন্ত জনপদে উৎসবের আমেজ, শুরু হলো দুই দিনব্যাপী খনার মেলা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ও কেন্দুয়া

প্রকাশিত: ১৯:৪৭, ১৩ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:৫২, ১৩ এপ্রিল ২০২৫

নেত্রকোনার প্রত্যন্ত জনপদে  উৎসবের আমেজ, শুরু হলো দুই দিনব্যাপী খনার মেলা

‘জল ভালা ভাসা, মানুষ ভালা চাষা’ প্রতিপাদ্যকে সামনে রেখে গেলবারের মতো এবারও নেত্রকোনার কেন্দুয়া উপজেলার প্রত্যন্ত জনপদ আঙ্গারোয়া গ্রামে অনুষ্ঠিত হচ্ছে ব্যতিক্রমী ‘খনার মেলা’। চৈত্রসংক্রান্তির দিন (রবিবার) ভোরে ‘মঙ্গলঘর পরিসর’ নামে একটি সংগঠন এ মেলার আয়োজন করে। আজ (সোমবার) পহেলা বৈশাখ সূর্যোদয়ের পর এ মেলা শেষ হবে।

উদ্বোধনী দিনে খনার ওপর বিশেষ আলোচনা করেন: গবেষক ও লেখক পাভেল পার্থ, প্রাকৃতিক কৃষি আন্দোলনের সংগঠক দেলোয়ার জাহান, কবি আহমেদ নকীব, লেখক ও সাংস্কৃতিক সংগঠক বাকি বিল্লাহ, শিল্পী ও সংস্কৃতি সংগঠক বীথি ঘোষ, কবি আসমা বীথি, সংস্কৃতি সংগঠক আবুল কালাম আল আজাদ, লোক-সাহিত্য গবেষক রাখাল বিশ্বাস, চলচ্চিত্র নির্মাতা খোন্দকার সুমন, মঙ্গলঘর পরিসরের প্রধান সংগঠক বদরুন নূর চৌধুরী লিপন ও শিল্পী কফিল আহমেদ প্রমুখ।

এছাড়া বাউলশিল্পী সুনীল কর্মকার, বাউল মিয়া হোসেন, শেফালি গায়েন, কফিল আহমেদ, কৃষ্ণকলি, মুসা কলিম মুকুল, ফকির সাহেব, কুয়াশা মূর্খ, নূপুর সুলতানা, মঙ্গলঘরের শিল্পী কৃষক দুদু কাঞ্চন, দুলাল চিশতি, ফয়সল, উদয়, সুমন, হৃদয় ও সমগীত, সহজিয়া, চিৎকারসহ কয়েকটি সংগীত সংগঠন বাউলগান, কিচ্ছাপালা, গাইনের গীত, শ্লোক, খনার বচন এবং লোক গান পরিবেশন করেন। অন্যান্য আয়োজনের মধ্যে ছিল কৃষি উপকরণ প্রদর্শনী, কৃষকদের মধ্যে দেশী বীজ বিনিময় প্রভৃতি। 

মেলার অন্যতম আয়োজক আবুল কালাম আজাদ বলেন, গত বছর থেকে আঙ্গারোয়া গ্রামে তারা এ মেলা শুরু করেছেন। ব্যতিক্রমী এ মেলার আয়োজন করতে গিয়ে তাঁদের এক ধরনের নতুন অনুভূতি ও আত্মতৃপ্তির সৃষ্টি হয়েছে। গ্রামীণ মানুষেরা এ মেলাটির তাৎপর্য পছন্দ করেছেন এবং তাদের জীবন-জীবিকার সঙ্গে অত্যন্ত প্রাসঙ্গিক মনে করছেন। তাই তারা প্রতিবছর দলেদলে অংশগ্রহণ করছেন।

 

রাজু

×