ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

নালিতাবাড়ীতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জনসভা

সংবাদদাতা, নালিতাবাড়ী, শেরপুর

প্রকাশিত: ১৯:৪১, ১৩ এপ্রিল ২০২৫

নালিতাবাড়ীতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জনসভা

শেরপুরের নালিতাবাড়ীতে রাষ্ট্রীয় কাঠামোতে বিএনপির দেওয়া ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার কলসপাড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে বালুঘাটা বাজারের উত্তর নাকশী উচ্চ বিদ্যালয় মাঠে ওই জনসভা অনুষ্ঠিত হয়।

কলসপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি পবন আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপি থেকে এমপি পদে মনোনয়ন প্রত্যাশী মো. ইলিয়াস খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ নুরুল আমীন, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ইউনুছ আলী দেওয়ান, সাবেক যুগ্ম আহবায়ক মো. ওসমান গনী ও কামরুজ্জামান বিএসসি।

এতে কলসপাড় ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা নাজমুল হোসাইন নাদিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আশরাফ আলী, আব্দুল্লাহ আল সানি, শহর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আলমগীর কবির বিদুৎ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুজ্জামান খোকন, সদস্য সচিব বুলবুল আহমেদ তালুকদার, উপজেলা ওলামা দলের আহবায়ক ক্বারি আব্দুল্লাহ, সদস্য সচিব আব্দুল আলিম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহবায়ক ওবায়দুর রহমান পাপ্পু, যুগ্ম-আহবায়ক দূর্জয় হাসান শাকিলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জনসভায় বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিলসহ নেতাকর্মীরা যোগদান করেন।

 

রাজু

×