
ছবি: জনকণ্ঠ
গাজীপুরে ঢাকাগামী চলন্ত আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা। এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত প্রায় সাড়ে চার ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল রেলরুট হয়ে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) গাজীপুর মহানগরীর সালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ের জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, নীলফামারী জেলার চিলাহাটি স্টেশন থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল চিলাহাটি এক্সপ্রেস। দুপুর আড়াইটার দিকে ট্রেনটি গাজীপুর মহানগরীর সালনা ব্রিজের কাছে পৌঁছালে চলন্ত অবস্থায় চারটি বগি লাইনচ্যুত হয়ে যায় এবং রেললাইনের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় চালক দক্ষতার সঙ্গে দ্রুত ট্রেনের গতি নিয়ন্ত্রণ করেন, ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে যাত্রীরা রক্ষা পান।
ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল রুট হয়ে উত্তরবঙ্গগামী সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঢাকা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায় এবং লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শুরু করে। উদ্ধারকারীরা বগিগুলোকে ট্রেন থেকে আলাদা করলে ঢাকাগামী ওই ট্রেনটি অবশিষ্ট বগি নিয়ে যাত্রীসহ গন্তব্যে রওনা হয়।
সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার কাজ চলছিল। উদ্ধার শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে তা না হওয়া পর্যন্ত বিকল্প রুটে ট্রেন চলানোর চেষ্টা চলছে।
শহীদ