
ছবি: জনকণ্ঠ
রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ৩ জন এবং বিভিন্ন অপরাধে আরও ২২ জনসহ মোট ২৫ জনকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
রবিবার বিকেলে আরএমপি পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মহানগর পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া আরএমপির অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য অপরাধে ১৪ জনসহ আরও ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। বিশেষ অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—ফজর আলী (৫৭), মো. শিমুল (৩৫) ও রফিকুল ইসলাম (৫০)। এরমধ্যে ফজর আলী রাজশাহী মহানগরীর পবা থানার উজিরপুকুর এলাকার নিয়ামত আলীর ছেলে। তিনি পবার পারিলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।
মো. শিমুল, বোয়ালিয়া থানার বসার রোড এলাকার জাহাঙ্গীরের ছেলে, তিনি আওয়ামী লীগ কর্মী। রফিকুল ইসলাম, একই থানার টিকাপাড়া এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মহানগর পুলিশ।
শহীদ