ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

পায়রা সেতুর পাশে ‘ম্যাজিক চা’র জাদুতে মাতোয়ারা পর্যটকরা!

প্রকাশিত: ১৮:৩৪, ১৩ এপ্রিল ২০২৫

পায়রা সেতুর পাশে ‘ম্যাজিক চা’র জাদুতে মাতোয়ারা পর্যটকরা!

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর লেবুখালীর পায়রা সেতুর পাশে গড়ে উঠেছে এক ব্যতিক্রমধর্মী পর্যটন কেন্দ্র— পায়রা পয়েন্ট মার্কেট। এখানে আগত দর্শনার্থীদের কাছে নতুন এক আকর্ষণের নাম হয়ে উঠেছে বিশেষ স্বাদের ‘ম্যাজিক চা’। দিন দিন জনপ্রিয়তা বাড়ছে এই ব্যতিক্রমধর্মী চায়ের, যার স্বাদ নিতে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ।

নদী আর সেতুর সৌন্দর্য ঘেরা পায়রা পয়েন্ট মার্কেট যেন এখন এক ছোটখাটো চা-বাজার। সেখানে মালাই চা থেকে শুরু করে স্পেশাল ম্যাজিক চা—নানান স্বাদের বাহারি চা পরিবেশন করা হচ্ছে অভিনব উপায়ে। পরিবেশনার ভিন্নতা এবং স্বাদের অনন্যতায় এসব চা হয়ে উঠেছে স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের কাছেও দারুণ পছন্দের।

দোকানদারদের ভাষ্যমতে, এই চায়ের অনন্য বৈশিষ্ট্য হলো প্রতিটি কাপে স্বাদের সঙ্গে থাকে ভ্রমণের রোমাঞ্চ। কেউ খাচ্ছেন ঘন দুধের মালাই চা, কেউ আবার উপভোগ করছেন বিশেষ মশলা চা, যার নামই দেওয়া হয়েছে ‘ম্যাজিক চা’।

ঢাকা, বরিশাল, খুলনা ও দেশের নানা প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের কাছে এটি এখন নতুন এক চায়ের ঠিকানা। শুধু চা খেতে নয়, বরং প্রকৃতি ও পানির ধারে বসে এক কাপ চায়ের তৃপ্তি নিতে ভিড় করছেন অনেকেই।

পর্যটকদের একজন বলেন, “পায়রা সেতু ঘুরতে এসেছিলাম, কিন্তু এখানে এসে ম্যাজিক চা খেয়ে মনটাই ভালো হয়ে গেল। এমন স্বাদ আগে কখনও পাইনি।”

চায়ের কাপেও যে ভ্রমণের রসনা থাকতে পারে, তার বাস্তব উদাহরণ যেন এখন পায়রা পয়েন্ট মার্কেট। ব্যবসায়ীদের আশা, এ উদ্যোগ পর্যটনকে আরও সমৃদ্ধ করবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

পায়রা সেতু যেমন যাত্রীদের যাত্রা সহজ করেছে, তেমনি তার পাশে গড়ে ওঠা এই ছোট্ট চা-বাজার হয়ে উঠেছে এক ব্যতিক্রমী ভ্রমণ গন্তব্য—যেখানে প্রতিটি চুমুকে থাকে গল্প, স্বাদ ও ভালোলাগা।

 

 

 

ফারুক

×