ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

একদিনে ১ হাজার মানুষ পেল চোখ ও ডায়াবেটিসের ফ্রি চিকিৎসা

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম

প্রকাশিত: ১৮:২২, ১৩ এপ্রিল ২০২৫

একদিনে ১ হাজার মানুষ পেল চোখ ও ডায়াবেটিসের ফ্রি চিকিৎসা

ছবি সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী মানবিক স্বাস্থ্যসেবা ক্যাম্প। রবিবার (১৩ এপ্রিল) সকালে জে.এম-থ্রি এপার্টমেন্টের হাজী বাড়ি প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে প্রায় এক হাজার রোগী বিনামূল্যে চক্ষু, ডায়াবেটিস ও রক্তের গ্রুপ নির্ণয়ের সেবা গ্রহণ করেন।

দুবাই প্রবাসী সমাজসেবক লায়ন মাজহার উল্লাহ মিয়ার সৌজন্যে এবং লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশী, লায়ন্স ক্লাব অব চিটাগং মীরসরাই, লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল ও কমফোর্ট হাসপাতালের যৌথ ব্যবস্থাপনায় আয়োজনটি সম্পন্ন হয়।

চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের মধ্যে চোখের সমস্যায় ভোগা রোগীদের চশমা বিনামূল্যে বিতরণ করা হয়। পাশাপাশি ১০১ জন রোগীর চক্ষু অপারেশনের ব্যবস্থাও করা হয়েছে, যা এলাকার সাধারণ মানুষের জন্য ছিল এক বিশাল উপকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন কোহিনুর কামাল এমজেএফ, গভর্নর, লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশ। আরও উপস্থিত ছিলেন আইপিজিডি লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী এমজেএফ, গভর্নর এডভাইজার লায়ন এস এম কামাল হোসেন এমজেএফ, এবং লায়ন তাহের আহমেদসহ লায়ন্স ও লিও ক্লাবের নেতৃবৃন্দ।

মানবিক এই আয়োজন সম্পর্কে লায়ন মাজহার উল্লাহ মিয়া বলেন, "চিকিৎসার অভাবে অনেক গরিব মানুষ অন্ধত্বের দিকে যাচ্ছে। তাদের জন্যই এই ছোট্ট প্রচেষ্টা। ভবিষ্যতে আরও বড় পরিসরে ফ্রি চিকিৎসা সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং এই উদ্যোগ অব্যাহত থাকবে।"

আশিক

×