
ছবি: জনকণ্ঠ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদীর চর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার নয়াচর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চরশিবপুর গ্রামের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন হাশেম মিয়া, আব্দুল হক, সুরুজ মিয়াসহ স্থানীয় কৃষকরা।
এসময় বক্তারা বলেন, স্থানীয় বিএনপি নেতা মুসার নেতৃত্বে সংঘবদ্ধ একটি চক্র অবৈধভাবে মেঘনা নদী থেকে ড্রেজার দিয়ে মাটি কেটে বালু উত্তোলন করায় এলাকার প্রায় ৫ শত বিঘা কৃষি জমি হুমকির মুখে। বক্তারা অবিলম্বে জনস্বার্থে নদীর পাড় ও ফসলি জমি রক্ষায় বালু উত্তোলন বন্ধের দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
শহীদ