
ছবি: জনকণ্ঠ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের জয়পুরহাটের আক্কেলপুর এজেন্ট ব্যাংকিং শাখায় বিভিন্ন গ্রাহক ও প্রতিষ্ঠানের হিসাব থেকে প্রায় তিনকোটি টাকা আত্নসাৎ করেছের ব্যাংকের ক্যাশিয়ার মাসুদ রানা। এ ঘটনায় টাকা ফেরত চেয়ে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।
রবিবার দুপুরে জয়পুরহাট শহরের ইসলামি ব্যাংক জেলা শাখার কার্যালয়ের সামনে তারা এ ঘন্টাব্যাপী মানববন্ধন করেন। পরে বিক্ষোভ মিছিলসহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা।
এসময় বক্তব্য রাখেন, ভুক্তভোগী আক্কেলপুর হাইটেক কিন্টার গার্ডেনের প্রধান শিক্ষক আব্দুস সালাম, দারুল কোরআন মাদ্রাসার মহতামিম মুফতি ফিরোজ আহমদ, মাদ্রাসার শিক্ষা সচিব আব্দুল মান্নান ও সিনিয়র মাদ্রাসার প্রভাষক জামাল উদ্দীন।
ভুক্তভোগীরা জানান, ইসলামি এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ার মাসুদ রানা বিভিন্ন গ্রাহকের একাউন্ট থেকে প্রায় ৩ কোটি টাকা কৌশলে তুলে নিয়ে আত্মসাৎ করেছেন। পরে পুলিশ ওই শাখার মালিকসহ তিনজনকে আটক করলেও একদিন পরেই তারা আদালত থেকে জামিন পেয়ে যান। এ অবস্থায় অনিশ্চয়তার মধ্যে পড়েছেন গ্রাহকরা। তাই অবিলম্বে আমানতের টাকা ফেরত চান তারা।
শহীদ