ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ভাসুরকে হত্যার ঘটনায় ছোট ভাইয়ের স্ত্রী আটক

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ১৬:৪৭, ১৩ এপ্রিল ২০২৫

ভাসুরকে হত্যার ঘটনায় ছোট ভাইয়ের স্ত্রী আটক

ছবি: সংগৃহীত

জমিজমা নিয়ে চলমান বিরোধের জেরধরে বাকবিতণ্ডার একপর্যায়ে অসুস্থ ভাসুরকে গলাটিপে হত্যার অভিযোগে ছোট ভাইয়ের স্ত্রী সুমী আক্তার ওরফে সুরমা বেগমকে (৪২) আটক করেছে পুলিশ। অপরদিকে আজ রবিবার সকালে নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সিংগা গ্রামের। নিহত দেলোয়ার হোসেন ফকির (৫৫) ওই গ্রামের মৃত সোহরাব হোসেন ওরফে ছবর আলী ফকিরের ছেলে। আটক সুরমা বেগম নিহতের আপন ছোট ভাই জাহাঙ্গীর হোসেন ফকিরের স্ত্রী।

রবিবার দুপুরে গৌরনদী মডেল থানায় ওসি (তদন্ত) মো. মাহাবুবুর রহমান বলেন, সুরতহাল রিপোর্টে মৃত দেলোয়ার হোসেন ফকিরের গলায় দুটি দাগের চিহ্ন পাওয়া গেছে। হত্যার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত সুমী আক্তার ওরফে সুরমা বেগমকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহত দেলোয়ারের ছেলে ফয়সাল ফকির অভিযোগ করে বলেন, জমিজমা নিয়ে আমার বাবার সাথে ছোট চাচা জাহাঙ্গীর হোসেন ফকিরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যার পূর্বে চাচা তার গরুর একটি বাছুর ছেড়ে দিলে বাছুর আমাদের বাড়িতে এসে বিভিন্ন ফলজ গাছের চারা ভেঙে ফেলে। 

এনিয়ে আমার বাবা ও মায়ের সাথে চাচা-চাচি ও চাচাতো ভাই সজিবের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে চাচা ও চাচি আমার বাবার ওপর হামলা চালিয়ে গলা টিপে ধরে কিলঘুষি মারে। এতে আমার অসুস্থ বাবা ঘটনাস্থলেই মারা যায়।

ফয়সাল ফকির আরও বলেন, খবর পেয়ে ওইদিন সন্ধ্যায় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাবার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তবে এ অভিযোগ পুরোপুরি অস্বীকার করে মৃত দেলোয়ার হোসেনের ছোট ভাই জাহাঙ্গীর ফকির বলেন, আমার ভাই একবার স্ট্রোক করেছিল। বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। তার ওপর কেউ হামলা করেনি।

 

খোকন আহম্মেদ হীরা/ফারুক

আরো পড়ুন  

×