ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

বউচি-গোল্লাছুট থেকে জামদানি, সোনারগাঁয়ে ফিরে এলো হারানো শৈশব

ফারুক হোসাইন, সোনারগাঁ, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:১৩, ১৩ এপ্রিল ২০২৫; আপডেট: ১৭:১৭, ১৩ এপ্রিল ২০২৫

বউচি-গোল্লাছুট থেকে জামদানি, সোনারগাঁয়ে ফিরে এলো হারানো শৈশব

ছবি: জনকণ্ঠ

সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ৫০ বছর পূর্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ফাউন্ডেশন প্রাঙ্গণে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিজ ইলিয়া সুমনা।

এ উপলক্ষে ফাউন্ডেশনের প্রধান ফটক থেকে উৎসব প্রাঙ্গণ পর্যন্ত রং-বেরঙের বাতি ও বিভিন্ন প্রামাণ্য মোটিফ দিয়ে সাজানো হয়েছে ফাউন্ডেশন চত্বর। এছাড়া বিভিন্ন সড়কে ভ্রাম্যমাণ গাড়িতে চলছে বৈশাখী প্রচারণা এবং ফাউন্ডেশন চত্বরে থাকছে জমকালো আয়োজন ও লোকজ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই মেলা ১৪ এপ্রিল থেকে শুরু হয়ে ২৮ এপ্রিল শেষ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের সদস্য চন্দ্র শেখর সাহা, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান প্রমুখ।

সমাপনী দিনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম জানান, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মাধ্যমে এ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। পাশাপাশি সোনারগাঁ জাদুঘরের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উৎসব পালিত হবে। এ উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে জামদানি, শতরঞ্জি, নকশি কাঁথা, মৃৎশিল্প, দারুশিল্প, হাতপাখা, কাঠখোদাই শিল্প, পটচিত্র শিল্প, শোলাশিল্প, বাঁশ-বেত শিল্প এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কারুশিল্পীদের সৃষ্টিশীল কর্মের উপস্থাপন ও বিপণনের সুযোগ থাকছে।

উৎসব চলাকালীন প্রতিদিনই থাকবে বাউল গান, লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান, পুতুলনাচ, হালখাতা, বায়স্কোপ, সাপের খেলা, নাগরদোলাসহ গ্রামীণ বিনোদনের নানা আয়োজন। থাকছে হারিয়ে যাওয়া গ্রামীণ খেলা— তিন গুটি, সাত গুটি বাঘবন্দ, কানামাছি, গোল্লাছুট, বউচি ও কপাল টোক্কা। আর রসনাতৃপ্তির জন্য থাকছে মুখরোচক বাঙালি খাবার।

শহীদ

আরো পড়ুন  

×