
আশাশুনিতে বেড়িবাঁধ ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী। রবিবার আশাশুনির আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়ার পক্ষে আয়োজিত মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন।
এ সময় ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার (যশোর এরিয়া) মেজর জেনারেল জে. এম. ইমদাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দরিদ্র মানুষের জন্য চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন।
তিনি বলেন, যে কোনো ধরনের দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ জনগণের পাশে থাকে, এই মেডিকেল ক্যাম্পেইন তারই অংশ। বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগ জনকল্যাণ এবং স্থানীয় জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল ইসলাম, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়সহ অন্যরা।
মেডিকেল ক্যাম্পে আনুলিয়া ইউনিয়নের ৮০০ ক্ষতিগ্রস্ত নাগরিককে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পে ০৮ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম দ্বারা দিনব্যাপী চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয় এবং ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
আফরোজা