
ছবিঃ সংগৃহীত
ইসরায়েলি হামলায় বিপর্যস্ত গাজার জনগণের প্রতি সংহতি জানাতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচীতে ঢাকায় হয়েছে বিশাল জমায়েত। অনেকেই মনে করেন বিশ্বের প্রভাবশালী মুসলিম রাষ্ট্রের প্রধানরা ফিলস্তিনের বিষয়ে এখনও নীরব দর্শকের ভূমিকা পালন করছে।
মার্চ ফর গাজা কর্মসূচীতে অংশগ্রহণকারী একজন বলেন, ‘বিশ্বের বড় বড় মুসলিম নেতারা যদি কাজ করত তাহলে আর আমাদের রাস্তায় নামতে হত না। আমরা চাই শান্তি। আমরা সবাই যদি এক হতাম, যদি বড় বড় নেতারা কাজ করত, তাহলে এত মানুষ মারা যেত না।’
আরেক বিক্ষোভকারী বলেন, ‘এখন যদি মিশরে না হয়ে রাফার বর্ডার বাংলাদেশে হত, তাহলে বর্ডার ভেঙে আমার ভাইদের হেফাজতের জন্য আমরা চলে যেতাম ইনশাআল্লাহ।’’
গাজায় ইসরায়েলের হামলার পর থেকে ফিলিস্তিন শিশুরা ভয়াবহ পরিস্থিতিএ শিকার হয়েছে। সরকারি প্রতিবেদন অনুসারে হতাহতের ষাট শতাংশের বেশি নারী ও শিশু। তাদের পাশে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান বাংলাদেশি শিশুদের।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে মার্চ ফর গাজা'র আয়োজন করছে ফিলিস্তিনের সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। ইসরায়েলি পণ্য বর্জনের পাশাপাশি ফিলিস্তিনের ব্যাপারে নীরব থাকা মুসলিম রাষ্ট্রপ্রধানদের এজন্য কঠোর প্রতিদান দিতে হবে বলে মনে করেন অনেকে।
মুমু