
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা মহানগর উত্তরের আহবায়ক চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, গত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসররা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উপর অত্যাচার করে। দলের নেতাকর্মীরা হামলা মামলার শিকার হয়ে নানা ভাবে লাঞ্চিত হয়েছেন। এমনকি নিস্তার পায়নি সাধারন জনগন। ফ্যাসিস্ট এর বিরুদ্ধে গেলেই ঐ সময় সাধারন জনগনও হামলা মামলার শিকার হয়েছেন। বিগত বছরগুলোতে ফরিদপুরসহ দেশের কোথাও বিএনপির কোন এমপি ছিল না, আগামীতে বিএনপি'র ধানের শীষে ভোট দিয়ে এমপি নির্বাচিত করতে হবে। তবেই ফরিদপুরসহ সারাদেশের উন্নতি হবে। এই জন্য ধানের শীষের ভোটকে ভাগ হতে দেওয়া যাবে না।
শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন এর মল্লিকপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নায়াব ইউসুফ বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর বর্তমানে একটি মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। সাধারন জনগনও তাদের মনের কথা প্রাণ খুলে বলতে পারছেন। তবে বর্তমানে ফ্যাসিস্ট সরকারের দোসররা অর্জিত এ গনতান্ত্রিক বিজয়কে নস্যাৎ করতে নানা চক্রান্ত করে চলছেন। এ চক্রান্তকে নসাৎ করতে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। দেশের কল্যানে বিএনপি পূর্বের ন্যায় আগামীতেও সাধারন জনগনের ন্যায্য দাবি আদায়ে কাজ করবে।
কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. নান্নু মোল্লার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. আজিজুর রহমান এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতয়ালী থানা বিএনপির সাধারন সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, কোতোয়ালি থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, মহানগর যুবদলের সাধারন সম্পাদক আলী রেজোয়ান বিশ্বাস তরুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মুমু