
বাউফল সদর ইউনিয়নের যৌতা গ্রামে ফকু হাওলাদারের বাড়িতে অগ্নিকান্ডে একটি বসতঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এতে নগদ টাকা ও মালামালসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।
জানাগেছে, বিদ্যুতের শর্টশার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হলে মুর্হূতের মধ্যে তা পুরো ঘরে ছড়িয়ে পরে। একপর্যায়ে ঘরটি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। স্থানীয়রা প্রাণপন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে পারেননি।
অগ্নিকান্ডের খবর পেয়ে বাউফল থেকে ফায়ারসার্ভিসের দুইটি গাড়ি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়ে কাছাকাছি গেলেও ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। একজন ফায়রারফাইটার জানান, সরু রাস্তার কারণে গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। তাদেরকে ফিরে আসতে হয়েছে।
আগুনে একটি ব্যাটারী চালিত অটো গাড়ি ও একটি গরু বিক্রির নগদ টাকা প্রায় ৫ লাখ টাকাসহ সমস্ত মালামাল পুড়ে যায়।
রাজু