ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

হালদায় আবারও নাটকীয় অভিযান, নিষিদ্ধ জাল উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি

প্রকাশিত: ২৩:৫৯, ১২ এপ্রিল ২০২৫; আপডেট: ০০:০১, ১৩ এপ্রিল ২০২৫

হালদায় আবারও নাটকীয় অভিযান, নিষিদ্ধ জাল উদ্ধার

ছবি: জনকণ্ঠ

প্রজননক্ষম মা মাছ রক্ষায় হালদা নদীতে উপজেলা মৎস্য দপ্তর, হাটহাজারী এবং হালদা অস্থায়ী ফাঁড়ির নৌ পুলিশ যৌথ অভিযান চালায়।

শনিবার পরিচালিত অভিযানে প্রায় ১ হাজার মিটার চরঘেরা জাল এবং ২টি বড়শি জব্দ করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

জব্দকৃত জাল নৌ পুলিশের হেফাজতে রাখা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ১২ হাজার টাকা। হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন, সংরক্ষণ ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

শহীদ

×