ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

আ. লীগ নেতার ছেলের নেতৃত্বে বাটা শোরুমের জুতা চুরি !

প্রকাশিত: ২৩:৩৩, ১২ এপ্রিল ২০২৫

আ. লীগ নেতার ছেলের নেতৃত্বে বাটা শোরুমের জুতা চুরি !

ছবি: সংগৃহীত

সিলেট নগরীতে বিক্ষোভ মিছিলে সুযোগ নিয়ে বাটার শোরুমে লুটপাট চালানোর ঘটনায় ইশতিয়াক নূর চৌধুরী নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান চৌধুরীর ছেলে।

পুলিশ জানিয়েছে, দরগা গেইট এলাকায় অবস্থিত বাটার শোরুমে প্রথম লুটপাট শুরু করেন ইশতিয়াক। মাথায় সৌদি রুমাল বাঁধা অবস্থায় বস্তা ভরে জুতা নিয়ে যেতে দেখা যায় তাকে। শোরুমের সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে তার এসব কর্মকাণ্ড ধরা পড়ে। এমনকি ভিডিওতে তাকে দোতলা থেকে ব্যাগভর্তি জুতা নিচে ফেলতে এবং আনন্দ প্রকাশ করে নাচতেও দেখা যায়।

গত শুক্রবার রাত ৯টার দিকে সিলেট মহানগরের বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তার বাবা মনিরুজ্জামান চৌধুরীর আওয়ামী লীগের কোন পদে আছেন, তা নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে গত সোমবার সিলেট নগরীতে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত সময়ের মধ্যে নগরের অন্তত ১৩টি দোকান, রেস্তোরাঁ, সুপারশপ ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং লুটপাট চালানো হয়। এছাড়াও নগরের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে আরও কিছু স্থানে লুটপাটের অভিযোগ রয়েছে।

এই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় তিনটি মামলা হয়েছে। মামলাগুলোতে অজ্ঞাতপরিচয় ১ হাজার ৭৪০ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, "ইশতিয়াকই প্রথম জুতা চুরি শুরু করে। তাকেই সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় এবং পরবর্তীতে আত্মগোপন থেকে আটক করা হয়।"

আসিফ

×