
ছবি: জনকণ্ঠ
ফরিদপুরে অভিনব কায়দায় পিকআপে ছিনতাই করার সময় এক ছিনতাইকারীকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার কানাইপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বরিশালে সবজি নামিয়ে দিয়ে চুয়াডাঙ্গায় ফিরছিলেন পিকআপচালক আনারুল। পথিমধ্যে সদর উপজেলার কানাইপুর আখ সেন্টার এলাকা থেকে একটি মোটরসাইকেল পিকআপটির পিছু নেয়। কানাইপুর বাজার এলাকায় পৌঁছাতেই মোটরসাইকেলটি পিকআপের সামনে এসে বেরিকেড দেয়।
মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি চালককে বলে, "তুমি মানুষ মেরে ফেলেছো। তোমার কাছে যা কিছু আছে—টাকা, মোবাইল—সব দিয়ে দাও। পুলিশকে জানালে ঝামেলা হবে।" এই হুমকির মুখে চালকের কাছে থাকা নগদ সাড়ে ছয় হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে নেয় তারা।
এ সময় চালকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রাজ্জাক নামের এক ছিনতাইকারীকে আটক করে, অপরজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা রাজ্জাককে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। আটককৃত রাজ্জাক শেখের বাড়ি ফরিদপুরের কানাইপুর এলাকায়।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মুজাহিদুর রহমান বলেন, “ছিনতাইয়ের সময় এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেলে তারা ছিনতাইকারীকে আমাদের হাতে তুলে দেয়। তাকে থানায় আনা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।”
শহীদ