ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

গাজার গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ লেখিকা সংসদের আলোচনা সভা ও সাহিত্য আসর

প্রকাশিত: ২২:১০, ১২ এপ্রিল ২০২৫; আপডেট: ২২:১১, ১২ এপ্রিল ২০২৫

গাজার গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ লেখিকা সংসদের আলোচনা সভা ও সাহিত্য আসর

ছবি: সংগৃহীত।

গাজার গণহত্যার প্রতিবাদে আলোচনা সভা ও সাহিত্য আসর আয়োজন করেছে বাংলাদেশ লেখিকা সংসদ। শনিবার (১২ এপ্রিল) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ লেখিকা সংসদের আহ্বায়িকা, সাংবাদিক কামরুন্নেছা মাকসুদা।

সভায় নির্যাতিত গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে জঘন্য গণহত্যা বন্ধে বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ লেখিকা সংসদের উপদেষ্টা নাজমুন নাহার নীলু অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে আমাদের করণীয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। তিনি দেশের সরকারের প্রতি গাজাবাসীর জন্য খাদ্য ও ত্রাণ সহায়তা পাঠানোর আহ্বান জানান।

বিশিষ্ট লেখিকা নুরুন্নাহার নীরুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি নাজমা ফেরদৌসী ও শামীমা রহমান শান্তা। একইসঙ্গে জাগরণী সংগীত পরিবেশন করেন নাদিয়া বিনতে মাহতাব।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট লেখিকা সাবিনা মল্লিক অবরুদ্ধ গাজায় গণহত্যার প্রতিবাদে বিশ্বের নানা প্রান্ত থেকে যারা প্রতিবাদ জানাচ্ছেন, তাদের প্রতি সংহতি জানান।

পরে অপরাজিতা বিডির প্রধান সম্পাদক আকলিমা আঁখি ফেরদৌসী সাধারণ মুসলমান ও মুসলিম দেশগুলোকে ইহুদি পণ্য বর্জনের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে দর্শকসারির উপস্থিতিদের মধ্য থেকে বক্তব্য রাখেন আমার দেশ-এর বিশিষ্ট সাংবাদিক লাবিন রহমান। তিনি মন্তব্য করেন, “গাজায় হত্যাকাণ্ডের নামে আমেরিকা ও ইসরায়েল রিয়েল এস্টেট বিজনেস করছে।”

নুসরাত

×