ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ছোট ভাইয়ের স্ত্রীর হামলায় ভাসুর নিহত

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ২১:১৬, ১২ এপ্রিল ২০২৫

ছোট ভাইয়ের স্ত্রীর হামলায় ভাসুর নিহত

বরিশালের গৌরনদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের স্ত্রীর হামলায় বড় ভাই নিহত হয়েছেন। নিহত ব্যক্তি দেলোয়ার হোসেন ফকির (৬৫), গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সিংগা গ্রামের বাসিন্দা ও মৃত সোহরাফ হোসেন ফকিরের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় পারিবারিক জমিজমা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দেলোয়ার হোসেনের সঙ্গে তার ছোট ভাই জাহাঙ্গীর হোসেন ফকিরের বাগবিতণ্ডা শুরু হয়। এ সময় জাহাঙ্গীরের স্ত্রী সুরমা আক্তার সাথী ও তাদের ছেলে জাহিদ হোসেন দেলোয়ার হোসেনের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন নিহতের ছেলে ফরসাল ফকির।

তার দাবি, হামলার ফলে ঘটনাস্থলেই তার বাবা দেলোয়ার হোসেন মারা যান।

খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন। তিনি বলেন, "ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

তবে অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর হোসেন দাবি করেছেন, "শুধু কথাকাটাকাটি হয়েছিল। কোনো মারধরের ঘটনা ঘটেনি। দেলোয়ার হোসেন অসুস্থ হয়ে পড়েন এবং তাতেই তার মৃত্যু হয়।"

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানিয়েছেন, নিহত দেলোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং আগামীকাল রোববার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

 

রাজু

×