ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ফরিদপুরে ইসরাইলি পণ্য বয়কট করতে ব্যবসায়ী ও সাধারণ জনগণের মধ্যে ‌লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত

আবিদুর রহমান নিপু, ফরিদপুর

প্রকাশিত: ২০:৫৬, ১২ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:৫৬, ১২ এপ্রিল ২০২৫

ফরিদপুরে ইসরাইলি পণ্য বয়কট করতে ব্যবসায়ী ও সাধারণ জনগণের মধ্যে ‌লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলার সালথা থানায় ইসরাইলি পণ্য বয়কট করতে ব্যবসায়ী ও সাধারণ জনগণের মধ্যে ‌লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সালথা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে, (১২ এপ্রিল) শনিবার বিকালে সালথা বাজারে ইসরাইলি পণ্য কেনা বেচা না করতে ও সাধারণ জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের উপজেলা আমীর জনাব অধ্যাপক আবুল ফজল মুরাদ এর সভাপতিত্বে, এ সময় বক্তব্য রাখেন সালথা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান মজনু, সালথা উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা ইমাম কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মোঃ নিছার উদ্দিন, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা রবিউল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী নসরু প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দ বর্বর ইসরাইল কর্তৃক নিরীহ ফিলিস্তিনের মুসলিমদের উপর যে বর্বরতম গণহত্যা চালাচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম জনগণের প্রতি ইসরাইলি পণ্য বয়কট করার আহ্বান জানান। এই গণহত্যা বন্ধে ইসরাইল রাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করতে ইসলামি বিশ্ব সহ পৃথিবীর শান্তিপ্রিয় দেশগুলোকে আহ্বান জানান তারা। এ সময় সংগঠনটি ব্যবসায়ীদেরকে পূর্বে থেকে আনা ইসরাইলি পণ্য ডিলারকে ফেরত দেয়া অথবা বিক্রি শেষে নতুন করে ইসরাইলি পণ্য না রাখতে অনুরোধ করেন।

রাজু

×