ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

যানজট নিরসন ও রায়পুরা-পান্থশালা সড়ক সংস্কারে মহাপরিকল্পনা

নিজস্ব সংবাদদাতা, রায়পুরা (নরসিংদী)

প্রকাশিত: ২০:৫৪, ১২ এপ্রিল ২০২৫

যানজট নিরসন ও রায়পুরা-পান্থশালা সড়ক সংস্কারে মহাপরিকল্পনা

ছবিঃ সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলার রেলগেইটের যানজট নিরসন ও রায়পুরা বাসস্ট্যান্ড হতে পান্থশালা পর্যন্ত সড়ক সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য শনিবার ইউএনও মো: মাসুদ রানার কার্যালয়ে একটি অনির্ধারিত সভা অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র উপদেষ্টার ছোট ভাই খালিদ হোসেন দোলন, এয়ার কমোডর (অবঃ); সড়ক ও জনপথ বিভাগ এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।
এসময় রেলগেইট এলাকা ও রায়পুরা-পান্থশালা সড়কে সরকারের মহাপরিকল্পনার কথা জানানো হয় এবং দ্রুত কাজ শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন অবকাঠামো নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশলীগণের সাথে ফলপ্রসূ আলোচনা হয়।

মারিয়া

×