ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ।

প্রকাশিত: ২০:৪৮, ১২ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:৫৭, ১২ এপ্রিল ২০২৫

বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ময়মনসিংহের মুক্তাগাছায় জাতীয়তাবাদী দল বিএনপির নেতাদের বিরুদ্ধে একটি চক্রের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) মুক্তাগাছা প্রেস ক্লাবে বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান খান রতন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. শহীদুল ইসলাম শহীদ।


বক্তব্যে নেতারা বলেন, গত ১০ এপ্রিল কৃষক লীগ নেতা মজনু খানকে গ্রেপ্তার করে র‌্যাব। এর প্রেক্ষিতে ১১ এপ্রিল একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ হয় ‘বিএনপি নেতাদের ম্যানেজ করে মুক্তাগাছায় ঘোরাঘুরি, মুক্তাগাছায় আওয়ামী লীগের ডোনার মজনু গ্রেফতার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সেখানে উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান খান রতন ও পৌর বিএনপির সভাপতি মো. শহীদুল ইসলাম শহীদকে কাল্পনিকভাবে জড়িয়ে মিথ্যা তথ্য পরিবেশন করা হয়। পরবর্তীতে ঐ দৈনিকের মুক্তাগাছা প্রতিনিধি তার ফেসবুক ওয়ালে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপি নেতাদের জড়িয়ে নানা অপপ্রচার চালায়।


হাবিবুর রহমান খান রতন বলেন, “ঐ প্রতিনিধির নানা কর্মকান্ডে প্রতিয়মান হয় যে, সে কোন বিশেষ চক্রের প্ররোচণায় প্ররোচিত হয়ে স্থানীয় বিএনপির জনপ্রিয় ও পরিচ্ছন্ন নেতাদের নানাভাবে চরিত্র হরণ করছে। এরই অংশ হিসেবে সে আমাদেরকে জড়িয়ে এমন অপপ্রচার চালাচ্ছে। তার নিউজে আমার বক্তব্য দেয়াহয় যা সম্পুর্ন মিথ্যা বানোয়াট মনগড়া, আমার সাথে কোন যোগাযোগ না করে আমার বক্তব্য বলে উল্লেখ করে।” তিনি এ ধরণের উদ্ভট, ভিত্তিহীন, বানোয়াট, মিথ্যা সংবাদের নামে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র শহীদুল ইসলাম শহীদ বলেন, বিগত ৪ আগস্ট বিএনপি অফিস ভাংচুর ও জ্বালাও পোড়া এর ঘটনায় ৩০ আগস্ট দায়ের করা মামলায় কৃষকলীগ নেতা মজনু খানকে আসামী করা হয়। সেই মামলার একজন আসামী এবং বিগত ফেসিস্ট সরকারের সময় যাদের দ্বারা আমরা নির্যাতিত হয়েছি তাদেরকে স্থানীয় বিএনপির শীর্ষ নেতা হয়ে আমরা অবাদে চলার সুযোগ করে দেয়া কিংবা কোন ধরণের জায়গা করে দেয়ার প্রশ্নই উঠে না। এটি সম্পূর্ণরূপে একটি হাস্যকর বিষয়। তিনি সাংবাদিকতার নামে ঐ সাংবাদিকের এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক একেএম জাহাঙ্গীর হাসান, যুগ্মু আহবায়ক মতিউর রহমান খোকন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হবি, উপজেলা কৃষক দলের আহবায়ক মোখলেছুর রহমান, বিএনপি নেতা কাজী আবুল হাসিম, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক নূরে হাসানুজ্জামান সোহাগ, সহ সাংগঠনিক সম্পাদক সিরাজুল হক, উপজেলা ছাত্রদলের আহবায়ক মঞ্জুরুল হক আরিফ প্রমুখ।

রিফাত

×