ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

রাজবাড়ীতে এক ইলিশ ৮৩০০ টাকায় বিক্রি

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী

প্রকাশিত: ২০:৪৭, ১২ এপ্রিল ২০২৫

রাজবাড়ীতে এক ইলিশ ৮৩০০ টাকায় বিক্রি

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলেদের জালে উঠেছে প্রায় ২ কেজি ওজনের একটি ইলিশ। শনিবার সকালে দৌলতদিয়া পদ্মা নদীর পাড়ে গড়ে উঠা মাছ বাজারে নিয়ে আসেন স্থানীয় জেলে হালিম সরদার। মাছটির ওজন ১ কেজি ৮০০ গ্রাম, আর নিলামে সেটি বিক্রি হয় ৮ হাজার ৩ শত টাকায়।
দৌলতদিয়া মাছ বাজারের আড়তে নিলামে উঠলে সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় মাছ ব্যবসায়ী শাজাহান ক্রয় করেন। তিনি জানান, ‘পদ্মার  ইলিশের কদর সব সময়ই বেশি। তবে পহেলা বৈশাখ উপলক্ষে এবার চাহিদা কয়েকগুণ বেড়েছে। তাই দামও স্বাভাবিকভাবেই বেশি।’ মাছ ব্যবসায়ী শাজাহান আরও বলেন, ‘মাছটি অনলাইনে বিক্রি করব। এতে আমি কিছুটা লাভ করতেও পারব।’
পহেলা বৈশাখ সামনে রেখে রাজবাড়ীসহ বিভিন্ন অঞ্চলের বাজারে এখন ইলিশের চাহিদা তুঙ্গে। ফলে বড় আকৃতির ইলিশের দাম ছুঁয়েছে রেকর্ড উচ্চতায়।

×