ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

গাইবান্ধায় শুরু হলো কুদ্দুস আলমের আলোকচিত্র প্রদর্শনী

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা

প্রকাশিত: ২০:৪১, ১২ এপ্রিল ২০২৫

গাইবান্ধায় শুরু হলো কুদ্দুস আলমের আলোকচিত্র প্রদর্শনী

গাইবান্ধা : আলোকচিত্র প্রদর্শনী দেখছেন অতিথিবৃন্দ

গাইবান্ধায় শনিবার শুরু হয়েছে আলোকচিত্রশিল্পী কুদ্দুস আলমের তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ‘চর ও জীবন’। পৌর পার্কের বিজয় স্তম্ভ প্রাঙ্গণে সকাল ১১টায় প্রদর্শনীর উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত ড. শহিদুল আলম। সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন সৃজনশীল গাইবান্ধা প্রদর্শনীর আয়োজন করে। হ্নআয়োজক সংগঠনের উপদেষ্টা মো. আবুল হোসেন মৃধার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ও দ্য ডেইলি স্টার প্রতিনিধি মোস্তফা সবুজ। সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক জহুরুল কাইয়ুমের সঞ্চালনায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও ‘আদিবাসী’ সাঁওতালদের নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রদর্শনীতে কুদ্দুস আলমের তোলা নদীজীবী ও চরাঞ্চলের মানুষের যাপিত জীবনের দেড় শতাধিক ছবি স্থান পায়। পরে ড. শহিদুল আলম গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।

×