ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

গজনী অবকাশের মিনি চিড়িয়াখানার ১৭ বন্যপ্রাণী জব্দ

সংবাদদাতা, ঝিনাইগাতী, শেরপুর

প্রকাশিত: ২০:৩৯, ১২ এপ্রিল ২০২৫

গজনী অবকাশের মিনি চিড়িয়াখানার ১৭ বন্যপ্রাণী জব্দ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের গজনী অবকাশকেন্দ্রের মিনি চিড়িয়াখানায় অভিযান চালিয়ে সাত প্রজাতির ১৭টি বন্যপ্রাণী জব্দ করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন টিম। শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। নেতৃত্ব দেন টিমের বন্যপ্রাণী পরিদর্শক নার্গিস সুলতানা। জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা কার্যালয় এবং জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১৬ সালে পর্যটক ও দর্শনার্থীদের বিনোদনের জন্য গজনী অবকাশকেন্দ্রে মিনি চিড়িয়াখানাটি স্থাপন করা হয়। এটি পরিচালনা করেন অবকাশকেন্দ্রের ইজারাদার ফরিদ আহমেদ। চিড়িয়াখানায় প্রবেশমূল্য জনপ্রতি ২০ টাকা।
বন্যপ্রাণী পরিদর্শক নার্গিস সুলতানা দৈনিক জনকণ্ঠকে বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী দেশীয় কোনো বন্যপ্রাণী কেউ চিড়িয়াখানায় আবদ্ধ করে রাখতে, প্রদর্শন বা পরিবহন করতে পারেন না। কিন্তু এ চিড়িয়াখানায় ওই আইন লঙ্ঘন করে অবৈধভাবে কয়েকটি প্রাণী আটকে রাখা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ প্রজাতির ১৭টি প্রাণী জব্দ করা হয়েছে। চিড়িয়াখানার ইজারাদার ফরিদ আহমেদ বলেন, জেলা প্রশাসনের ইজারা নিয়ে তিনি চিড়িয়াখানাটি পরিচালনা করছিলেন। বন বিভাগ তাকে জানিয়েছে, লাইসেন্স ছাড়া দেশীয় বন্যপ্রাণী চিড়িয়াখানায় রাখা যাবে না। গত বুধবার বন বিভাগের লোকজন প্রাণীগুলোর তালিকা তৈরি করে। এরপর অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন প্রাণীগুলো জব্দ করা হয়। এ বিষয়ে তার কোনো আপত্তি নেই।

×