
সিলেটে কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা বাংলাবাজার, লবিয়া, নোয়াকোট, কালাইরাগ, বিছনাকান্দি, সোনারহাট, পান্থুমাই, প্রতাপপুর, উৎমা, শ্রীপুর এবং সংগ্রাম বিওপি অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়।
এর মধ্যে রয়েছে ভারতীয় সানগ্লাস, গরু, চিনি, চকলেট, হেয়ার ওয়েল, আইবল ক্যান্ডি, জুস, সাবান, মদ, বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ, চোরাচালান মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ২৮ লাখ ৫ হাজার ৯শ টাকা বলে জানায় বিজিবি।
রাজু