ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

একসাথে খেতেন, থাকতেন—এবার ভাইয়ের হাতে ভাই খুন!

প্রকাশিত: ১৯:৩৬, ১২ এপ্রিল ২০২৫

একসাথে খেতেন, থাকতেন—এবার ভাইয়ের হাতে ভাই খুন!

ছবি: জনকণ্ঠ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ করেছেন নিহতের স্ত্রী। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে, নোয়াখালীর হাতিয়া উপজেলার ৮ নম্বর সোনাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্য চরচেঙা গ্রামে।

খবর পেয়ে পুলিশ ভোরে ওই বাড়ি থেকে ঘাতক ছোট ভাই সাকিব উদ্দিনকে আটক করেছে। নিহতের স্ত্রী তাজনা বেগম অভিযোগ করেন, তার দেবর সাকিব উদ্দিন (২৩)-কে শুক্রবার সন্ধ্যায় মসজিদে বিয়ে পড়ান তার স্বামী রাকিব উদ্দিন (৩২)।

শনিবার বউ নিয়ে আসার কথা ছিল। এ নিয়ে বাড়িতে বৈঠক হয়। পরে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই ছুরি দিয়ে বড় ভাইকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে নিহতের স্ত্রী বাদী হয়ে দেবর সাকিবকে আসামি করে থানায় একটি এজাহার দায়ের করেছেন।

হাতিয়া থানার ওসি (তদন্ত) মোঃ খোরশেদ আলম জানান, ঘাতক সাকিবকে নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে একটি গাছের গোড়া থেকে হত্যায় ব্যবহৃত ছোরা উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ পোস্টমর্টেমের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শহীদ

×