
ছবি: জনকণ্ঠ
বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক হারিস মিজানের সাহিত্যকর্ম নিয়ে বিশেষ সাহিত্য আড্ডায় কবি ও সাহিত্যিকদের মিলনমেলা বসেছিল। জেলার ঐতিহ্যবাহী চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজ এবং বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি সমাজের যৌথ আয়োজনে বরিশালের গৌরনদীতে শুক্রবার (১১ এপ্রিল) বিকেল চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এই সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ বিশেষ সাহিত্য আড্ডায় সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।
প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি ও সাহিত্যিক ড. তপংকর চক্রবর্তী। প্রধান আলোচক ছিলেন কবি রত্ন শিকদার রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক মহাদেব বসু, ড. বিনয় ভূষণ, ড. চিন্ময় হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা দুলাল সরকার, অধ্যাপক আব্দুল হাকিম, মনতোষ দাস এবং দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উপজেলা শাখার সভাপতি ডা. মণীষ চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রভাষক মাসুদ করিম, দীনেশ জয়ধর, মুক্তা মিজানসহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে বিশেষ সাহিত্য আড্ডায় স্বরচিত কবিতা আবৃত্তি, গল্প ও সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কবি ফাতেমা জান্নাত চাঁদনী, ঝর্ণা দাস লাবনী, চায়না দেবনাথ, শেখ খলিলুর রহমান, আব্দুর রহিম, রুবেল হোসেন, শাহ আলম প্রমুখ।
শহীদ