
ছবি: সংগৃহীত
কুমিল্লার মুরাদনগরে জমিতে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কুড়াখাল-দিঘীরপাড় বিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কুড়াখাল গ্রামের কামরুল হাসান (৬২), হৃদয় সরকার কাজল (৩১), আলম, সিয়াম, বশির ও ইমরান এবং দিঘীরপাড় গ্রামের সজিব মুন্সি (৩৫), হৃদয় কাজী (২৩), জুয়েল কাজী (২৩), বশির মুন্সি (২৮) উল্লেখযোগ্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুড়াখাল গ্রামের কামরুল হাসান তার ছাগলগুলোকে কুড়াখাল-দিঘীরপাড় বিলের জমিতে ঘাস খাওয়াতে নিয়ে যান। এ সময় পার্শ্ববর্তী দিঘীরপাড় গ্রামের সজীব মুন্সি তার জমির ঘাস ছাগল দিয়ে খাওয়ানো ও কেটে নেওয়ার অভিযোগে কামরুল হাসানকে মারধর করেন। কামরুল হাসানকে বাঁচাতে তার ছেলে হৃদয় সরকার কাজলসহ স্থানীয়রা এগিয়ে এলে সজীব মুন্সি মোবাইল ফোনে আরও লোকজন ডেকে আনেন। পরে দুই গ্রামের লোকজনের মধ্যে মারামারি শুরু হয়, যাতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত আছে।
শিহাব