
ছবি: জনকণ্ঠ
বরিশালের বাকেরগঞ্জে তরমুজচাষিকে পিটিয়ে হত্যার ঘটনায় সানি (১৮) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার শ্যামপুর ধোলাইপাড় এলাকা থেকে গতকাল শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিক্তিতে বাকেরগঞ্জ থানার এসআই এনামুল হকের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত সানি চরাদী ইউনিয়নের রানীরহাট এলাকার মৃত সুলতান হাওলাদারের ছেলে।
এর আগে, গত ৩ এপ্রিল বৃহস্পতিবার উপজেলার চরামদ্দী ইউনিয়নে জমি থেকে তরমুজ চুরিতে বাধা ও চাঁদা না দেওয়ায় তরমুজ চাষি কুদ্দুস হাওলাদারকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিহতের স্ত্রী আকলিমা ৪ এপ্রিল ৯ জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার অন্যতম আসামি সানিকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও ওয়ারেন ভুক্ত ও অন্য মামলায় আরো তিন জনকে গ্রেফতার করা হয়েছে। আজ ১২ এপ্রিল বিকেল ৩ টায় আসামিদের জেল হাজতে পাঠিয়েছে বাকেরগঞ্জ থানা পুলিশ।
শহীদ