ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

না ফেরার দেশে দুইজন, কসবায় বাস-ট্রাক সংঘর্ষ

মো. সাইফুল ইসলাম, আখাউড়া

প্রকাশিত: ১৬:৪২, ১২ এপ্রিল ২০২৫; আপডেট: ১৬:৪৩, ১২ এপ্রিল ২০২৫

না ফেরার দেশে দুইজন, কসবায় বাস-ট্রাক সংঘর্ষ

ছবি: জনকণ্ঠ

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শান্তিপুর এলাকায় শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সিয়াম পরিবহনের যাত্রীবাহী একটি বাস ও কয়লাভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক ও কয়লার মালিকসহ দুইজন নিহত হয়েছেন। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে।

নিহতরা হলেন—ট্রাকচালক ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চরচারতলা এলাকার রহিজ মিয়ার ছেলে আকাশ মিয়া এবং ট্রাকের যাত্রী ও কয়লার মালিক কুমিল্লার কোম্পানীগঞ্জের আমির হোসেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী সিয়াম পরিবহনের একটি নাইটকোচ বাস ও সিলেট থেকে আসা কুমিল্লাগামী কয়লাভর্তি একটি ট্রাক শান্তিপুর এলাকায় রাত সাড়ে ১২টার দিকে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই মারা যান কয়লার মালিক আমির হোসেন। ট্রাকচালক আকাশ মিয়া গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

হাইওয়ে পুলিশ নিহত আমির হোসেনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রহমান বলেন, "ট্রাক-বাস সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মারা গেছেন। অপরজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। একজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও বাস জব্দ করা হয়েছে।"

শহীদ

×